Apps For Nation । আমরাই গড়বো আগামীর বাংলাদেশ
11th August 2021 By
Jubayer
Apps For Nation
দেশের সমস্যা সমাধানে অ্যাপভিত্তিক স্টার্টআপ তৈরির স্বপ্ন নিয়ে শুরু হলো #AppsForNation। অ্যাপ্লাই করতে
এখানে ক্লিক করুনঃ
প্রাইজমানিঃ ১০ হাজার টাকা
ডেডলাইনঃ ২০ সেপ্টেম্বর, ২০২১
কিভাবে প্রস্তুতি নিবেন?
Plan your startup idea
এমন একটি অ্যাপভিত্তিক আইডিয়া খুঁজে বের করুন যেটা মানুষের জীবনমান পরিবর্তনে সাহায্য করতে পারে।
আপনার startup এর সুন্দর একটি নাম দিন। এরপর এই নামে একটি ফেসবুক পেজ তৈরি করুন। খেয়াল রাখতে হবে অ্যাপ্লাই করার ডেডলাইন শেষ হতে হতে যেনো আপনার পেজে ৫০০+ Likes / Followers থাকে। ফেসবুক পেজে আপনার স্টার্টআপ সম্পর্কিত Logo, Cover, Short Description & Full description সুন্দরভাবে যেনো সাজানো থাকে
কিভাবে pitch deck তৈরি করতে হবে সে সম্পর্কে
এই ভিডিওতে আলোচনা করা হয়েছে।
https://docs.google.com/presentation/d/1nqtQe1U5thDbh-rp8MYWuF-04ijESgpBzMJuAIBxosc/edit?usp=sharing
আপনার প্রকল্প সম্পর্কে ২-৩ মিনিটের যে ভিডিও প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয়েছে সেই ভিডিও আপলোড করতে হবে আপনার Startup ফেসবুক পেজে। খেয়াল রাখতে হবে ডেডলাইন শেষ হতে হতে ভিডিওতে ১০০০+ View থাকে। ভিডিও প্রেজেন্টেশনে অবশ্যই দুটি হ্যাশট্যাগ #AppsForNation এবং #BongoAcademy থাকতে হবে
যে আইডিয়াটা নিয়ে আপনার প্রস্তাবনা তাঁর একটা প্রটোটাইপ তৈরি করুইন। যারা কোডিং পারেন তাঁরা অ্যাপ এর মাধ্যমে প্রটোটাইপ বানাবেন। অ্যাপটা স্বয়ং-সম্পূর্ণ হওয়া লাগবে না, জাস্ট কোনরকম আপনার আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করলেই হলো।
আর যারা নতুন, তাঁরা Power point অথবা খাতা কমলে ড্রয়িং করেও জাস্ট একটা ধারনামুলক উপস্থাপনা দিলেই হবে।