Jubayer | Bongo Academy
Instructor

Jubayer Hossain

jubayer@bongotech.xyz
Experience
14+ Years
About

মাত্র ১৬ বছর বয়সে উদ্যোক্তা হয়ে ওঠা এই তরুণ প্রযুক্তিবিদ বেশ অল্প বয়েসেই সফলভাবে বাংলাদেশের আইটি সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর উদ্ভাবিত ‘ভ্যাট চেকার’ অ্যাপ দেড় বছরে বাংলাদেশ সরকারকে সাড়ে তিন’শ কোটি টাকার রাজস্ব ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছিল।  এছাড়া আরো অনেক উদ্ভাবনী কাজের মাধ্যমে দেশব্যাপী সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ নির্মাতা।

জুবায়ের হোসেন তার কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় মোবাইল অ্যাপস অ্যাওয়ার্ড, দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা সম্মাননা, ব্র্যাক আয়োজিত মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড, আইসিটি এপিকটা অ্যাওয়ার্ড, ভিয়েনাতে আয়োজিত ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড(WSA), দিল্লীতে আয়োজিত এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড সাউথ এশিয়া সহ জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার ও সম্মাননা।

জুবায়ের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইসএসসি পাস করার পর পড়াশুনা করেছেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (MIST) তে। জুবায়ের বিশ্বাস করেন, তরুণদের কাজের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তাই তিনি একাই নন বরং সব তরুণদের নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।

আপনি, আমি, আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারলেই আগাবে দেশ। দিনশেষে, কার জন্য পথ চেয়ে বসে থাকবো? দেশটা তো আমাদেরই! 🇧🇩

দক্ষিন এশিয়ার সেরা উদ্যোক্তা জুবায়ের হোসেন। প্রতিষ্ঠাতাঃ Bongo Academy
Jubayer Hossain
Trainer, Bongo Academy
দক্ষিন এশিয়ার সেরা উদ্যোক্তা জুবায়ের হোসেন Jubayer Hossain, leading South Asian tech entrepreneur and founder of Bongo Academy Influential South Asian entrepreneur Jubayer Hossain speaking at a tech summit Jubayer Hossain, pioneer in e-learning and IoT innovation in South Asia